
Guardar
Guardando
udahoron
@udahoron
ইসলামে সন্তান লাভকে আল্লাহর এক বিশেষ অনুগ্রহ হিসেবে গণ্য করা হয়। অনেক দম্পতি যমজ সন্তান লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকেন। কুরআন ও হাদীসে কিছু নির্দিষ্ট দোয়া ও সূরা রয়েছে, যেগুলো নিয়মিত পাঠ করলে আল্লাহ তা’আলা ইচ্ছা করলে সন্তান দান করতে পারেন।
বিশেষভাবে সূরা মারিয়াম, সূরা আল-ইমরান এবং হযরত জাকারিয়া (আ.) এর দোয়া পাঠের পরামর্শ দেওয়া হয়। সেইসঙ্গে তাহাজ্জুদের নামাজে খাঁটি মনে যমজ সন্তান লাভের দোয়া করলে তা অধিক কবুলের সম্ভাবনা থাকে।
তবে শুধু দোয়া করলেই হবে না, বরং অন্তরে দৃঢ় বিশ্বাস ও ধৈর্য রাখা জরুরি। আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত।